লস এঞ্জেলেস

পাওয়া গেছে লেডি গাগার ছিনতাই হওয়া কুকুর

অবশেষে লস এঞ্জেলেস থেকে উদ্ধার হলো মার্কিন পপ গায়িকা লেডি গাগার ছিনতাই হওয়া কুকুর দুটি। লস এঞ্জেলেস পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) লেডি গাগার ফ্রেঞ্চ বুলডগ দুইটি এক নারী পুলিশ হেফাজতে নিয়ে এসেছেন। এর আগে গত বুধবার কে বা কারা লেডি গাগার কুকুর রক্ষণাবেক্ষণকারীর উপর গুলি চালিয়ে দুইটি কুকুর ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার পরই লেডি গাগা ঘোষণা দেন, কুকুর দুইটি সুস্থ অবস্থায় কেউ ফিরিয়ে দিলে বিনাপ্রশ্নে তাকে পাঁচ লাখ ডলার পুরষ্কার দেওয়া হবে। লস এঞ্জেলেস পুলিশের এলিট রবারি-হোমিসাইড ডিভিশনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন জনাথন টিপেট জানান, এক নারী শুক্রবার লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক কমিউনিটি পুলিশ স্টেশনে কুকুর দুইটি নিয়ে আসে। তবে ওই নারী কুকুর ছিনতাই এর সাথে সংশ্লিষ্ট না বলেই ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় প্রকাশ থেকে বিরত থেকেছে পুলিশ। তবে ঘটনাটির তদন্ত চলছে। ক্যাপ্টেন জনাথন টিপেট জানান, লেডি গাগার ঘোষিত পুরষ্কারে পুলিশ অন্তর্ভুক্ত নয়। তবে ওই নারী পুরষ্কারের অর্থ পাবেন কী না, সেটি নিশ্চিত জানেন না তিনি। লেডি গাগার কুকুর দুইটির নাম কোজি ও গুস্তাভ। ফ্রেঞ্চ বুলডগ জাতের এই কুকুরগুলো বেশ দূর্লভ ও দামি হয়ে থাকে। লেডি গাগার কুকুর রক্ষণাবেক্ষণকারীর নাম রায়ান ফিশার৷ বুধবার রাতের ভিডিওতে দেখা যায়, রায়ান ফিশার গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় তৃতীয় আরেকটু কুকুরকে আঁকড়ে ধরে আছেন। পরে আশেপাশের লোকজন কাছে এগিয়ে এসে তাকে সাহায্য করেছে। পুলিশ জানায়, ছিনতাইকারী একটি সাদা নিশান মডেলের গাড়ি করে পালিয়ে গেছে। তবে এখনো ছিনতাইকারীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে, রায়ান ফিশারের প্র‍তি কৃতজ্ঞতা স্বীকার করে এক ইনস্টাগ্রাম পোস্টে লেডি গাগা লিখেন, 'জীবনবাজি রেখে আমাদের পরিবারের জন্য যুদ্ধ করার জন্য আমি কৃতজ্ঞ। তোমার প্র‍তি ভালোবাসা রইলো, তুমি একজন নায়ক'। এলএবাংলাটাইমস/ওএম