লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে শিশুদের মধ্যে করোনাজনিত রোগ বাড়ছে

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। তবে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাজনিত রোগ মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম (এমআইএসসি) এ আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে৷ এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে এমআইএসসি আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। আর কিছুদিন পরেই লস এঞ্জেলেস কাউন্টির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে শিশুদের মধ্যে করোনাজনিত রোগ বাড়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত মাসের থেকে এই মাসে ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে গেছে ৭৭ শতাংশ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ছুটির কারণে এই সংখ্যা বাড়তে পারে। লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর অধ্যক্ষ অস্টিন বুয়েটনার জানান, লস এঞ্জেলেস কাউন্টির শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী মার্চের ৯ তারিখ খুলে দেওয়া হতে পারে। তবে এর আগে শিক্ষা সংশ্লিষ্টদের ভ্যাকসিন কার্যক্রম কেমন গতিতে আগাচ্ছে, সেটি বিবেচনা করে দেখা হবে। লস এঞ্জেলেস কাউন্টির এমআইএস-সিতে আক্রান্ত শিশুদের মধ্যে ৩০ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে, ৪০ শতাংশ শিশুর বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে আর ৩০ শতাংশ শিশুর বয়স ১২ থেকে ২০ এর মধ্যে। পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, ২১ বছরের কম বয়েসীদের মধ্যে এই ইনফ্ল্যামেটোরি ডিজিজের প্রবণতা বেশি। সাধারণত কোনো শিশু যদি করোনা আক্রান্ত হয়, তবে কয়েক সপ্তাহ পর এই ডিজিজের লক্ষণ প্রকাশ পায়। ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত শিশুদের জ্বরের পাশাপাশি আরো কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন শিশুদের ডায়রিয়া, ঘাড় ব্যথা, র‍্যাশ, রক্তক্ষরণ ও ক্লান্ত অনুভব হয়। এছাড়া অনেক শিশুর বিভিন্ন প্রত্যঙ্গ যেমন হার্ট, ফুসফুস, কিডনি, ব্রেইন, ত্বক বা চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম