লস এঞ্জেলেস

শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী, খাদ্য ও কৃষিক্ষেত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টিকার এপয়েনমেন্ট উন্মুক্ত হলো

সোমবার (০১ মার্চ) থেকে টিকাদান কর্মসূচির আওতায় আসছে শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্ট, খাদ্য ও কৃষিক্ষেত্র সংশ্লিষ্ট এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। কাউন্টি পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, সোমবার থেকে শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্ট, খাদ্য ও কৃষিক্ষেত্র সংশ্লিষ্ট এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথম ডোজ টিকা গ্রহণের অগ্রীম রেজিষ্ট্রেশন করতে পারবে। ইতোমধ্যে ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দা এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের টিকা গ্রহণের রেজিষ্ট্রেশন চালু রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেতে রেজিষ্ট্রেশন করা যাবে http://vaccinatelacounty.com/ এই ঠিকানা থেকে। কাউন্টির 'মেগা পড' টিকাদান কেন্দ্রগুলো থেকে এই কর্মীরা টিকা নিতে পারবেন। মেগা পড টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে - পোমোনা ফেয়ারপ্লেক্স, ভ্যালেন্সিয়া সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউন্টেন, দ্যা ফোরাম ইন ইংলেউড, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি,  নর্থরিজ এবং এলএ কাউন্টি অফিস অব এডুকেশন। শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্ট, খাদ্য ও কৃষিক্ষেত্র সংশ্লিষ্ট এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টিকা গ্রহণের এপয়েনমেন্টের জন্য কোন কাগজপত্রের প্রয়োজন হবে, তা জেনে নিন। পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট: লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর শিক্ষক, অফিস কর্মকর্তা ও কর্মীরা সোফি স্টেডিয়াম থেকে টিকা নিতে পারবেন। মার্চের ৭ তারিখ এই টিকাদান কেন্দ্রে শুধুমাত্র শিক্ষা সংশ্লিষ্ট কর্মীদের টিকা দেয়া হবে। টিকার এপয়েনমেন্ট পেতে প্রয়োজন হবে- ১) একটি ফটো আইডি।
২) লস এঞ্জেলেসে বসবাসকারী বা চাকরির প্রমাণ
৩) শিক্ষাক্ষেত্রে চাকরির প্রমাণ। শিশু স্বাস্থ্যসেবী ও এডুকেশন: চাইল্ড কেয়ার ওয়ার্কার্সদের জন্য - ১) একটি ফটো আইডি
২) লস এঞ্জেলেসে বসবাস বা চাকরির প্রমাণ
৩) চাইল্ড কেয়ারে চাকরির প্রমাণপত্র গ্রোসারি স্টোর কর্মী: এপয়েনমেন্ট পেতে কর্মীদের প্রয়োজন হবে- ১) একটি ফটো আইডি
২) লস এঞ্জেলেসে বসবাস বা চাকরির প্রমাণপত্র
৩) সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে কাজ করার প্রমাণপত্র ফুড সার্ভিস: খাদ্য সংশ্লিষ্টদের এপয়েনমেন্ট পেতে প্রয়োজন পড়বে- ১) একটি ফটো আইডি
২) লস এঞ্জেলেসে বসবাস বা চাকরির প্রমাণ
৩) সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার প্রমাণ। এছাড়া ফুড ম্যানুফ্যাকচারিং ও ফার্ম এন্ড পোর্টে কর্মরতদেরও একই রকম কাগজপত্র দেখাতে হবে। এলএবাংলাটাইমস/ওএম