লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে এশিয়ানদের উপর সহিংসতার ঘটনা বেড়েছে

লস এঞ্জেলেস কাউন্টিতে এশিয়ান-আমেরিকান বাসিন্দাদের উপর সহিংসতা বেড়েছে। লস এঞ্জেলেস পুলিশ কমিশন মঙ্গলবার (২ মার্চ) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে এন্টি-এশিয়ান সংক্রান্ত অপরাধের ঘটনা ঘটেছে ১৫টি। ২০১৯ সাল থেকে সংখ্যাটি বেড়েছে ১১৪ শতাংশ। এছাড়া সরাসরি অপরাধ না হলেও এন্টি-এশিয়ান সংক্রান্ত হয়রানির ঘটনা ঘটেছে আরো নয়টি। আর ২০২১ সালেও কিছু এন্টি-এশিয়ান সংক্রান্ত অপরাধ ঘটেছে। এন্টি-এশিয়ানদের প্রতি সহিংসতা বেড়ে যাওযার কারণে উদ্বিগ্নতা প্রকাশ করে পুলিশ ও এই সংক্রান্ত মানবাধিকার সংগঠনগুলো। পুলিশ বলছে, এমন অপরাধের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। করোনা মহামারির কারণে এশিয়ান গোষ্ঠী বিশেষ করে চীনা বংশোদ্ভূত বাসিন্দাদের প্রতি সহিংসতা বেড়েছে। বেশিরভাগ অপরাধ 'হেইট-ক্রাইম' জনিত কারণে হয়েছে। এশিয়ান-আমেরিকান এডভান্সিং জাস্টিসের সিইও কোনি চাং জু বলেন, 'মহামারির সময় এশিয়ানদের প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে। গত বছর এবং এই মাসে বেশকিছু ভয়ংকর আক্রমণ চালানো হয়েছে'। তিনি বলেন, প্রকৃত আক্রমণ ও সহিংসতার সংখ্যা আরো বেশি। তবে প্রতিটি ঘটনার পুলিশী রিপোর্ট হয় না। এর কারণ অন্য ভাষাভাষীদের সাথে পুলিশের ভাষার পার্থক্য ও হেইট ক্রাইমের বিরুদ্ধে পুলিশের তদন্তের ঘাটতি। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সহকারি চিফ বেট্রিক গিরমালা বলেন, পুলিশকে হেইট ক্রাইম শনাক্ত ও এই বিষয়ে তৎপরতা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া আছে। একই সাথে তাদের যথাযথ প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে। এন্টি-এশিয়ানদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির বাসিন্দাদের উপরও সহিংসতা বেড়েছে। প্রতিবেদন অনুসারে, হিস্প্যানিকদের প্রতি সহিংসতা এক বছরে বেড়েছে ৩৬ শতাংশ, কৃষ্ণাঙ্গদের প্রতি বেড়েছে পাঁচ শতাংশ। এলএবাংলাটাইমস/ওএম