লস এঞ্জেলেস

ক্যাপিটল হিলে হামলার হুমকি, অধিবেশন বন্ধ

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে উগ্রপন্থি মিলিশিয়া গোষ্ঠীর হামলার হুমকিতে কংগ্রেসের বৃহস্পতিবারের অধিবেশন স্থগিত করা হয়েছে। বুধবার (৩ মার্চ) ক্যাপিটল পুলিশ এই হামলার সম্ভাবনার কথা জানান। এর জেরে আতঙ্ক ছড়ালে অধিবেশন একদিনের জন্য স্থগিত করা হয়েছে। আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে, উগ্রবাদী মিলিশিয়ারা ৪ মার্চ ক্যাপিটল হিলে আবার হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য আসার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার হাউজ অব রিপ্রেজেনটেটিভ সদস্যরা পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক করার কথা ছিলো। একই দিন সিনেটের উচ্চকক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ নিয়ে বিতর্কের পর ভোটাভুটির কথা ছিলো। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো এক উগ্রবাদী গোষ্ঠী ছড়িয়েছে জো বাইডেন নির্বাচনে হেরেছেন। ফলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। এদিকে হামলার সম্ভাবনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্যাপিটল হিলে। ন্যাশনাল গার্ড ও পুলিশ নিরাপত্তা টহল আরো জোরদার করেছে। এক বিবৃতিতে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর মুখপাত্র জানান, 'ক্যাপিটল হিলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে'। এর আগে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্পপন্থি সমর্থকেরা। এতে বেশ কয়েকজন নিহতের ঘটনাও ঘটে। হামলার দায়ে প্রায় ৩০০ জনকে আটক করে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম