লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের নতুন টিকাদান কেন্দ্র ইউএসসি ইউনিভার্সিটি

লস এঞ্জেলেসে চালু করা হয়েছে নতুন আরেকটি টিকাদান কেন্দ্র। আগামী মঙ্গলবার থেকে ইউএসসি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পার্কিং এ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ মার্চ) নতুন এই টিকাদান কেন্দ্র নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেয়র এরিক গারসেটি। মেয়র গারসেটি জানান, টিকাদান কেন্দ্রটি পুরোদমে চালু হলে প্রতিদিন হাজার হাজার বাসিন্দাকে টিকা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। টিকার ডোজ বরাদ্দ বাড়লে ধীরেধীরে এই কার্যক্রম আরো বিস্তৃত করা হবে। গারসেটি বলেন, 'টিকার ডোজের সাপ্লাই সংকটের কারণে প্রথমদিকে টিকাদান কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলতে পারে। তবে ধীরে ধীরে আরো বেশি বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে'। নতুন টিকাদান কেন্দ্র খোলার পাশাপাশি এপস ভিত্তিক রাইড শেয়ারিং এপ উবারের সাথেও নতুন এক চূক্তির কথা জানিয়েছেন মেয়র। মেয়র জানান, সাউথ লস এঞ্জেলেসের বাসিন্দাদের মধ্যে যদি কেউ টিকা নিতে কেন্দ্রে আসতে অপারগ হয়, তবে তাদেরকে উবারের মাধ্যমে ফ্রি পরিবহণ করে কেন্দ্রে আনা হবে। এর জন্য উবার ১৫ হাজার ফ্রি রাইড ও ২০ হাজার চালক ঠিক করে রেখেছে। উবার ও গারসেটির নন প্রফিট অর্গানাইজেশন এই ব্যবস্থায় অর্থায়ন করবে। একই সাথে আরো নতুন একটি উদ্যোগ চালু করতে যাচ্ছে লস এঞ্জেলেস সিটি। যেসব বাসিন্দা কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত কিংবা চলাফেরা করতে সম্পূর্ণ অপারগ, তাদের বাড়িতে যেয়ে টিকা দিয়ে আসা হবে। এর জন্য লস এঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট ও কোর নন প্রফিট অর্গানাইজেশনের কর্মীরা কাজ করবেন। এই সপ্তাহে ৩০০ জন সিনিয়র সিটিজেনকে টিকা দেওয়া হতে পারে। গারসেটি জানান, জনসন এন্ড জনসনের তৈরি টিকা এই সপ্তাহেই লস এঞ্জেলেসে চলে আসবে। এর পরে আবারো টিকার ডোজ বরাদ্দ হবে। এলএবাংলাটাইমস/ওএম