লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ালো

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। কাউন্টি পাবলিক হেলথ অফিশিয়াল শনিবার (৬ মার্চ) এই তথ্য জানান। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, লস এঞ্জেলেস কাউন্টিতে শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৮২৩ জন বাসিন্দা। একই দিনে মারা গেছেন আরো ৯৮ জন বাসিন্দা। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৮ জনে। আর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো  ১২ লাখ ১ হাজার ৮৬৬ জন। পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'মৃতের নতুন এই মাইলস্টোন আমাদের মনে করিয়ে দেয় করোনার জন্য আমরা কতো ক্ষতিগ্রস্ত হয়েছি'। লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্ত, মৃতের সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। তবু প্রত্যহ ১০০ জনের কাছাকাছি বাসিন্দার মৃত্যু হচ্ছে। নভেম্বরের পর থেকে লস এঞ্জেলেসে আক্রান্তের গড় নেমে এসেছে ১ হাজার ৫০০ জনে। দেশের অন্যতম জনবহুল এই কাউন্টিতে করোনার ঢেউ শুরু হওয়ার সময় প্রতিদিন ১৫ হাজার বাসিন্দা আক্রান্ত হতো। তবে আক্রান্তের সংখ্যা কমলেও বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের। তিনি বলেন, 'আবারো লস এঞ্জেলেসে উষ্ণ দিন আসছে। এতে বাসিন্দারা বাইরে বের হতে চাইবে। তবে বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার মতো বিষয়গুলো মেনে চলতে হবে'। লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ১ হাজার ২৬৪ জন। এর মধ্যে ২৯ শতাংশ বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি রয়েছে। তবে দুই সপ্তাহ আগের থেকে রোগী ভর্তির সংখ্যা অর্ধেকের কম নেমে এসেছে। তবে লস এঞ্জেলেস কাউন্টিতে শিশুদের মধ্যে বেড়ে যাচ্ছে করোনা পরবর্তী শারীরিক জটিলতা। নতুন করে আরো ১৬ জন শিশু ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। এর মধ্যে ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত সকল শিশুকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর ৪১ শতাংশ বাসিন্দাকে জরুরি বিভাগে রাখতে হয়েছে। ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত শিশুদের জ্বরের পাশাপাশি আরো কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন শিশুদের ডায়রিয়া, ঘাড় ব্যথা, র‍্যাশ, রক্তক্ষরণ ও ক্লান্ত অনুভব হয়। এছাড়া অনেক শিশুর বিভিন্ন প্রত্যঙ্গ যেমন হার্ট, ফুসফুস, কিডনি, ব্রেইন, ত্বক বা চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ ১৪ হাজার বাসিন্দাকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। আরো ২ লাখ ৪০ হাজার ডোজ টিকা এই শুক্রবারের মধ্যে দেওয়া হবে। লস এঞ্জেলেস কাউন্টির টিকাদান কর্মসূচির প্রধান ড. পওল সিমন জানান, আগামী সপ্তাহে আরো ৩ লাখ ১৩ হাজার ডোজ টিকার বরাদ্দ আসছে। এর মধ্যে ৬২ শতাংশ টিকাই প্রথম ডোজের জন্য খরচ করা হবে। এলএবাংলাটাইমস/ওএম