লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। চলমান মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে একটি ওয়েবিনার আয়োজন করে কন্সাল অফিস।

কন্সাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭ মার্চের কর্মসূচির শুরু হয়। এরপর চ্যান্সেরীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আয়োজিত ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের লস এঞ্জেলেস আঞ্চলিক অফিসের পরিচালক Gretchen Franke, এছাড়াও অংশ নেন লস এঞ্জেলেস কাউন্টির চিফ অব প্রটোকল Lourdes Saab, ক্যালিফোর্নিয়ার Delano শহরের মেয়র Bryan Osorio এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ।

ওয়েবিনারটি পরিচালনা করেন কন্সাল জেনারেল তারেক মোহাম্মদ। ওয়েবিনারে অতিথি এবং আলোচকবৃন্দ জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়নের  প্রশংসা করেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ