লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে স্কুল শিক্ষক ও কর্মীরা পাবেন মাসিক ৫০০ ডলার ভাতা

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের (এলএইউএসডি) পূর্ণকালীন কর্মী যেমন শিক্ষক এবং অন্যান্য সাপোর্ট স্টাফ, যাদের ৫ বছর বা এর কম বয়েসী শিশু সন্তান রয়েছে, তারা মাসিক ৫০০ ডলার ভাতা পাবেন। সোমবার (৫ মার্চ) এলএইউএসডি কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে৷ কর্তৃপক্ষ জানায়, যেসব কর্মী স্প্রিং সেমিস্টারের কাজ করবেন এবং জুলাই ৩১ পর্যন্ত চলমান শীষ্মকালীন স্কুলে কাজ করবেন, তাদেরকে এই ভাতা দেওয়া হবে। একই সাথে তাদের সন্তানদের অবশ্যই ডে-কেয়ার প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। এদিকে মাসে ইউনিফাইড টিচার্স লস এঞ্জেলেস চাইল্ড কেয়ারের প্রয়োজন রয়েছে এমন কর্মীদের বাসস্থান ও স্বাস্থ্যসেবার আবেদন জানান। ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, 'স্কুলগুলো আবার হাইব্রিড পদ্ধতিতে খুলে দেওয়া হচ্ছে। তবে মহামারির আগে যেমন শিক্ষক ও কর্মীদের শিশুদের ডে-কেয়ারে রেখে আসা সম্ভব হতো, এখন সেটি সম্ভব হচ্ছে না'। এলএইউএসডির সুপারইন্টেনডেন্ট অস্টিন বুয়েটনার বলেন, ডে-কেয়ারগুলোতে এখন আগের থেকে কম শিশুদের গ্রহণ করা হচ্ছে, ফলে সেখানের খরচও বেড়ে গেছে৷ এলএবাংলাটাইমস/ওএম