লস এঞ্জেলেস

প্রণোদনা প্যাকেজের ৬০০ ডলার প্রদান শুরু ক্যালিফোর্নিয়ায়

করোনায় ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের ৬০০ ডলার করে প্রণোদনা প্যাকেজ ভাতা দেওয়া শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়া ফ্রেঞ্চাইস ট্যাক্স বোর্ড সূত্র জানায়, ভাতা পাওয়ার যোগ্যদের অনেকে ১ হাজার ২০০ ডলার করেও পেতে পারেন। গোল্ডেন স্টেট স্টিমুলাস চেকের এই অর্থ সবাই পাবে না। যারা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে, তাদেরকে এই অর্থ দেওয়া হবে। কারা ভাতা পাবেন, এটি নির্ভর করবে বাসিন্দাদের ২০২০ সালের ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে বা ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এর উপর ভিত্তি করে। যাদের বছরে আয় ৭৫ হাজারের কম, শুধু তারাই এই ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবে। সাধারণত যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজ নেই বা এখনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই, তারা ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এর মাধ্যমে ভাতা পাওয়ার আবেদন করতে পারবে। যেসব বাসিন্দা মার্চ ১ তারিখের আগে ট্যাক্স দাখিল করেছেন, তাদের ইতোমধ্যে ভাতার অর্থ পেয়ে যাওয়ার কথা। এছাড়া যারা দেরিতে ট্যাক্স দাখিল করেছেন, তাদের অর্থ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এলএবাংলাটাইমস/ওএম