লস এঞ্জেলেস

রেস্টুরেন্টের জন্য গ্রান্ট ২৯ বিলিয়ন, আবেদন শুরু হবে শীঘ্র

করোনায় ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট ব্যবসাকে টিকিয়ে রাখতে ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার গ্রান্ট দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে দ্য ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ)। খুব শীঘ্রই এই গ্রান্টের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এসবিএ গ্রান্ট পেতে হলে কী করনীয় ও কারা এই গ্রান্টের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে, সেটির পূর্ণাঙ্গ তথ্য ও খসড়া অ্যাপ্লিকেশন ফর্ম এই সপ্তাহ পরেই প্রকাশ করতে পারে। এই গ্রান্টকে বলা হচ্ছে 'রেস্টুরেন্ট রেভিটালাইজেশন ফাণ্ড (আরআরএফ)'। এই গ্রান্ট পাওয়ার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কবে আবেদন ফর্ম দেওয়া হবে, সেই তথ্য এখনো জানানো হয়নি। হাউজ অব কংগ্রেসে রেস্টুরেন্ট ব্যবসাকে টিকিয়ে রাখতে এই গ্রান্ট বিল পাশ হয়েছে। এই গ্রান্টের আওতায় কোনো রেস্টুরেন্ট সর্বোচ্চ ৫ মিলিয়ন এবং রেস্টুরেন্টের সাথে অন্যান্য ব্যবসা থাকলে ১০ মিলিয়ন ডলার প্রদান করা হবে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। প্রাথমিকভাবে সাতদিনের একটি পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে পে-চ্যাক প্রোটেকশন প্রোগ্রাম এর আওতাধীন একটি আবেদন খোলা হবে। আরআরএফ গ্রান্ট পেতে কারা আগ্রহী, সেই আবেদনের প্রেক্ষিতে সেটি জানা যাবে। এই সময় কাউকে গ্রান্টের অর্থ দেওয়া হবে না। আগামী দুই সপ্তাহের মধ্যে এই পাইলট প্রোগ্রাম শুরু হবে বলে জানিয়েছে এসবিএ। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনই প্রকাশ করা হয়নি। আরআর এফ গ্রান্টে নারী, ভেটেরানস ও সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কোনো গোষ্ঠীর রেস্টুরেন্ট মালিককে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ২১ দিন এই তালিকার অন্তর্ভুক্ত রেস্টুরেন্ট মালিকরা ৫১ শতাংশ কোটা সুবিধা পাবেন। ৩ সপ্তাহ পর যে কোনো রেস্টুরেন্ট মালিক গ্রান্টের জন্য আবেদন করতে পারবে। ২৮ বিলিয়ন ডলার শেষ না হওয়া পর্যন্ত এই গ্রান্টের বরাদ্দ দেওয়া হবে। পরীক্ষামূলক আবেদনের জন্য ভিজিট করুন- https://www.sba.gov/document/sba-form-3172-restaurant-revitalization-funding-application-sample বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.sba.gov/funding-programs/loans/covid-19-relief-options/restaurant-revitalization-fund#section-header-0 এলএবাংলাটাইমস/ওএম