লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের গৃহহীনদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বিচারকের নির্দেশ

লস এঞ্জেলেসে গৃহহীন সমস্যা মেটাতে রায় দিয়েছে আদালত। লস এঞ্জেলেসের স্কিড রো এলাকার সব গৃহহীনদের জন্য আগামী ১৮০ দিনের মধ্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক। মঙ্গলবার (২০ এপ্রিল) সিটি ও কাউন্টি কর্তৃপক্ষের উপর এই নির্দেশ জারি করেছেন বিচারক ডেভিড ও কার্টার। ১৫০ পৃষ্ঠায় বড় এই নির্দেশনামায় ওই এলাকার সাম্প্রতিক অবস্থা উল্লেখ করেন তিনি। একই সাথে গৃহহীন সমস্যা মেটাতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন এই বিচারক। বিচারক ডেভিড কার্টার উল্লেখ করেন, 'বছরের পর বছর ধরে বিভিন্ন উদ্যোগের কথা বলা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো লস এঞ্জেলেসের অনেক বাসিন্দা রাস্তায় থাকছে, রাস্তাতেই তাদের মরতে হচ্ছে। এই অবস্থার দ্রুত অবসান করতে হবে'। এর আগে গতকাল মেয়র এরিক গারসেটি গৃহহীন সমস্যা সমাধানের জন্য ১ বিলিয়ন ডলার বাজেটের প্রস্তাবনা রাখেন। ডেভিড কার্টার বলেন, প্রয়োজনে এই অর্থ ব্যয় করা যাবে। অর্থ কিভাবে ব্যয় করা হবে সেই বিষয়ে সাতদিনের ভেতরে আদালতকে অবহিত করতে হবে৷ জানুয়ারির ২০২০ সাল পর্যন্ত লস এঞ্জেলেসে গৃহহীন বাসিন্দার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪০০ জনে। লস এঞ্জেলেসে ৪১ হাজার গৃহহীনের জন্য ব্যবস্থা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম