লস এঞ্জেলেস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম বাড়ছেই

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম বেড়েই চলেছে। গত আট মাস ধরে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অঞ্চলগুলোতে বাড়ির দাম বেড়েছে৷ গত মার্চ মাসে বাড়ির দাম আরো একধাপ বেড়েছে। গত মাসে বাড়ির দাম ডাবল ডিজিট বৃদ্ধি পেয়েছে। বুধবার (২১ এপ্রিল) রিয়েল এস্টেট ফার্ম ডিকিউনিউজ জানায়, গত বছরের এই সময় থেকে চলতি বছরের এই সময়ে বাড়ির দাম বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। মধ্যম আকারের বাড়ির দাম ৬ লাখ ৩০ হাজার ডলারে যেয়ে ঠেকেছে। এছাড়া টাউন হোমস ও অন্যান্য বাড়ির দাম অন্তত ৩০ শতাংশ বেড়েছে। রিয়েল এস্টেট এজেন্ট এবং অর্থনীতিবিদেরা বলছেন, মূলত কিছু কারণে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও এর আশেপাশের অঞ্চলগুলোতে বাড়ির দাম বাড়ছে৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির আগে থেকে বাড়ির দাম বাড়তে শুরু করেছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে বন্ধকী হার কমে যাওয়ায় মানুষ এখন আরো বড় জায়গা খুঁজছে। অপরদিকে, মধ্য বয়েসী বাসিন্দাদের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে প্রথমবার বাড়ি কেনার প্রবণতা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম