লস এঞ্জেলেস

লাস ভেগাস থেকে লস এঞ্জেলেসগামী রেলের কাজ শুরু হচ্ছে

লাস ভেগাস থেকে লস এঞ্জেলেসে যাতায়াত করার জন্য দ্রুতগামী ট্রেন নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা শুরু হয়েছে। তবে এ বছর দ্রুতগামী ট্রেন লাইন তৈরি ও ট্রেন চালুর ইঙ্গিত মিলেছে। ব্রাইটলাইন ওয়েস্টের সিইও মাইক রেইনিনজার জানান, লাস ভেগাস এবং ভিক্টরভ্যালি ক্যালিফোর্নিয়া পর্যন্ত ১৭০ মাইল দীর্ঘ রেললাইনের কাজ শুরু হচ্ছে এই বছরে৷ তবে ঠিক কবে থেকে এর কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি তিনি। মাইক জানান, কোনো যাত্রী ভিক্টরভ্যালিতে এলে মেট্রোলিংক এর মাধ্যমে লস এঞ্জেলেস ইউনিয়ন স্টেশনে এসে পৌঁছাতে পারবে। ব্রাইটলাইন ফ্লোরিডায় ট্রেন সার্ভিস দিয়ে থাকে। বর্তমানে মিয়ামি থেকে লওডারডেল এবং ওয়েস্ট পাম বিচ পর্যন্ত তাদের ট্রেন সার্ভিস চালু রয়েছে৷ এছাড়া ডিজনি ওয়ার্ল্ড ও অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত তাদের রেল সেবা রয়েছে। মাইক বলেন, 'করোনার কারণে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। তবে আমরা রেল সার্ভিস চালু করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রজেক্ট আমাদের কাছে হাই প্রায়োরিটি লিস্টে আছে'। লাস ভেগাস থেকে লস এঞ্জেলেস পর্যন্ত যে ট্রেন চালু হবে, সেটিকে বলা হচ্ছে 'হাই স্পিড- জিরো ইমিশন' ট্রেন। সম্পূর্ন ইলেক্ট্রিক এই ট্রেইনে ঘণ্টায় ২০০ মাইল গতিবেগে ছুটতে পারে। লাস ভেগাস থেকে লস এঞ্জেলেসে পৌঁছাতে এই ট্রেইনের সময় লাগবে তিন ঘণ্টা। গাড়ি দিয়ে সাধারণত চার থেকে পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। ইলেট্রিক ট্রেইন হলেও ধোঁয়া ছড়ানোর সুযোগ থাকায় কার্বন অফসেট করা হবে ট্রেইনটিকে। একই সাথে গ্রিন ইলেকট্রিসিটি নিয়েও রাজ্য কর্তৃপক্ষের সাথে কাজ করবে তারা৷ এলএবাংলাটাইমস/ওএম