লস এঞ্জেলেস

হলিউডে পুলিশের গুলিতে একজনের মৃত্যু

লস এঞ্জেলেসের হলিউডে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করতে উদ্যত ছিলো। তাই আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে ফেয়ার ফ্যাক্স অ্যাভিনিউ এর সানসেট বেলোভার্ডের কাছে এই ঘটনাটি ঘটে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, হঠাৎ করেই একটি গাড়ি পুলিশের গাড়ির মুখোমুখি অবস্থান নেয়। তার গায়ে বুলেট ভেস্ট লাগানো ছিল। এক হাত পিছনে রেখে গাড়ি থেকে নামতে থাকে সে। পুলিশ এই সময় তাকে নিবৃত্ত করতে উদ্যত হলে ওই ব্যক্তি পুলিশের নির্দেশ অমান্য করে। সে হাত পিছন থেকে পুলিশের দিকে আনতে থাকলে পুলিশ গুলি করে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ডিটেক্টিভ মেঘান অ্যাগুয়ের বলেন, মূলত পুলিশের উপর ওই ব্যক্তির আক্রমণের সম্ভাবনা ছিলো। তবে তার হাতে সত্যিই অস্ত্র ছিলো কী না, সেটি তদন্ত করে জানানো হবে। পুলিশ জানায়, ওই ব্যক্তির গাড়ির গায়ে বিভিন্ন ধর্মীয় উপদেশ বাণী লেখা ছিলো। আরো অন্যান্য সূত্র পেতে গাড়ি তল্লাশী করে দেখছে পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম