লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ইডিডি জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, আটক দুই

ক্যালিফোর্নিয়া অ্যামপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট বেনিফিট (ইডিডি) থেকে অর্থ জালিয়াতির দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে। এই দুইজন ৬ লাখ ৭৫ হাজার ডলার জালিয়াতি করেছে বলে অভিযোগ আনা হয়েছে। এদেরকে টেনেসির নক্সভেলি থেকে আটক করা হয়েছে। লস এঞ্জেলেস পুলিশের কাছে দ্রুতই এদের হস্তান্তর করা হবে। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত সংবাদ বিবৃতিতে শনিবার (২৪ এপ্রিল) জানায়, জেসিকা সানচেজ ও চার্লস হাটচিনসন নামের দুই ব্যক্তিকে ইডিডি জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এপ্রিলের ২২ তারিখ আটক করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, এই জালিয়াতির মূল হোতা জেসিকা সানচেজ। ফ্রড অ্যান্ড সাইবার ক্রাইম ব্যুরো তদন্ত করে দেখেছে সানচেজের আইডির সাথে ৪২ জন জালিয়াতির শিকার বাসিন্দার আইডি লিংক করা রয়েছে। এর মাধ্যমে সানচেজ ৬ লাখ ৭৫ হাজার ডলার তুলে ফেলেছে৷ এসব অর্থ দিয়ে সে ট্রান্সফার কিনেছে ও টেলার ক্যাশ উইথড্র করেছে। পরে পরিচয় গোপন করে সে টেনেসেতে পালিয়ে যায়। তার এই কাজে সহায়তা করেছে তার সঙ্গী চার্লস। সে বিভিন্ন এটিএম ম্যাশিন থেকে টাকা তুলে দিয়ে সানচেজকে সাহায্য করতো। এই দুইজনকে লস এঞ্জেলেস পুলিশের কাছে হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হবে। এলএবাংলাটাইমস/ওএম