লস এঞ্জেলেস

উবার ও লিফটে ড্রাইভার সংকট

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস উবার এবং লিফটে ড্রাইভার সংকট দেখা দিয়েছে। করোনার কারণে এই সেবাগুলি অনেক দিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারো চালু করা হয়েছে সেবাগুলি। তবে যাত্রী বাড়লেও ড্রাইভারের সংকট তৈরি হওয়ায় ভোগান্তির মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠান দুইটিকে। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো। একই সাথে কাজে ফিরিয়ে আনতে ড্রাইভারদের বাড়তি অর্থ প্রস্তাবও করছে প্রতিষ্ঠান দুইটি। ড্রাইভাররা বলছেন, আরো বেশি মানুষ টিকা গ্রহণ করলে তবেই তারা কাজে ফিরবেন। এছাড়া এখনো স্টিমুলাক চেক ও আনএমপ্লয়মেন্ট বেনিফিট চালু থাকায় ঝুঁকি নিতে চাইছেন না ড্রাইভাররা। এছাড়া আরো অনেক ড্রাইভার জানান, তারা কোম্পানি দুইটির কাছ থেকে আরো ভালো অফার প্রত্যাশা করছেন। উবার ইতোমধ্যে ড্রাইভারদের বেশি অর্থ অফার করেছে। তবে প্রকৃতপক্ষে যাত্রীদের কাছ থেকেই অতিরিক্ত ভাড়া নেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম