লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বন্দুকধারীর সিরিজ হামলা, মৃত ২

লস এঞ্জেলেসে এক বন্দুকধারী ১ মাইল দূরত্বের মধ্যে তিন ব্যক্তির উপর সিরিজ হামলা চালিয়েছে। এই হামলায় দুইজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, এক মিনিট সময়ের মধ্যে তিনজনের উপর গুলিবর্ষণ করে এক হামলাকারী। পরে পুলিশ হামলাকারীকে ধাওয়া করে তাকে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে এই বন্দুক হামলার কথা টুইটারের মাধ্যমে জানান। পরবর্তী বিবৃতিতে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, সোমবার দিবাগত রাত ১ টার দিকে লস এঞ্জেলেসের এক্সপোজেশন পার্ক এরিয়াতে পুলিশ গোলাগুলির রিপোর্ট পায়। পুলিশ জানায়, ফিগুয়েরা স্ট্রিটে একজনের উপর গুলি চালায় হামলাকারী। এতে ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর স্টারবাকস ড্রাইভ-থ্রুর সামনে অন্য আরেক ব্যক্তির উপর গুলি ছোঁড়ে সে। এরপর হামলাকারী এক্সপোজিশন পার্ক ও ফিগুয়েরা স্ট্রিটে আরেক ব্যক্তিকে গুলি ছুঁড়ে আহত করে। এক মাইলের মধ্যে এক মিনিটে তিন ব্যক্তির উপর গুলি ছোঁড়া হয়। পুলিশ এরপর হামলাকারীকে গাড়ি দিয়ে তিন ঘণ্টা ধাওয়া করে ওয়েস্টবাউন্ড ফ্রিওয়ের কাছে আটক করে। গাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে সে পুলিশের গুলিতে মারা গেছে না কী নিজের ছোঁড়া গুলিতে আহত হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বন্দুকধারী ওই ব্যক্তি পুলিশের উপর গুলি চালায় বলেও জানায় লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। ঘটনাস্থলে থেকে একটি রিভলভার ও এসইউভি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম