লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে পার্সোনাল কেয়ার ও রিটেইল বিজনেসের জন্য গ্রান্টের আবেদন শুরু

লস এঞ্জেলেস কাউন্টিতে পার্সোনাল কেয়ার প্রতিষ্ঠান ও রিটেইল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্রান্ট আবেদনের দ্বিতীয় কিস্তি শুরু হয়েছে। গত সোমবার (২৬ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। এই সপ্তাহের শেষদিন রবিবার পর্যন্ত আবেদন করা যাবে। কিপ আওয়ার শপস অন দ্যা ব্লক গ্রান্ট নামের এই রিলিফ প্যাকেজের আওতায় পার্সোনাল কেয়ার প্রতিষ্ঠান ও রিটেইল ব্যবসা প্রতিষ্ঠান ১০ হাজার ডলার গ্রান্টের জন্য আবেদন করতে পারবেন। গত বছর এলএ রিজিওনাল কোভিড ফান্ডের আওতায় ক্ষুদ্র ব্যবসা ও দাতব্য সংস্থাগুলোর জন্য ১০০ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়। এর মধ্যে ৪ দশমিক ৭ মিলিয়ন ডলার পার্সোনাল কেয়ার ও রিটেইল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর আগে এপ্রিলের ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত গ্রান্টের প্রথম কিস্তির আবেদন সম্পন্ন হয়েছে।  যেসব প্রতিষ্ঠান প্রথম কিস্তিতে আবেদন করেছে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। হেয়ার অ্যান্ড বিউটি সেলুন, নেইল স্যালুন, স্কিন কেয়ার, বারবার শপ, ড্রাই ক্লিনারস, এস্থেটেশিয়ান ও বেকারি প্রতিষ্ঠান এই গ্রান্টের জন্য আবেদন করতে পারবে। গ্রান্ট পেতে হলে প্রতিষ্ঠানের ফ্রন্ট স্টোর থাকতে হবে, বছরে ১ মিলিয়ন ডলারের নিচে আয় থাকতে হবে এবং করোনায় প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে এমন তথ্য প্রদান করতে হবে। আবেদনের জন্য ওয়েবসাইট- https://www.lacovidfund.org/application এলএবাংলাটাইমস/ওএম