লস এঞ্জেলেস

গোল্ডেন স্টেট স্টিমুলাস চেক: কারা পাবেন অর্থ?

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য কর্তৃপক্ষ গোল্ডেন স্টেট স্টিমুলাস চেক প্রদান শুরু করেছে। এই স্টিমুলাস চেকের মাধ্যমে এককালীন ৬০০ ডলার বা ১২০০ ডলার করে ভাতা প্রদান করা হবে। ক্যালিফোর্নিয়া ফ্রেঞ্চাইস ট্যাক্স বোর্ড সূত্র অনুসারে, শুধুমাত্র নিম্ন আয়ের ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়াবাসীই এই অর্থ পাবেন। তবে যোগ্যতা ও বছরে ইনকামের উপর ভিত্তি করে এই অর্থ প্রদান করা হবে। স্টিমুলাস চেকের অর্থ কারা পাবেন? ১) ২০২০ সালের ট্যাক্স ফাইল দাখিল করতে হবে। ২) ২০২০ ট্যাক্স বছরের অন্তত অর্ধেক সময় ক্যালিফোর্নিয়ায় বাস করে থাকলে। ৩) পেমেন্ট ইস্যুর তারিখ থেকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হতে হবে৷ ৪) পোষ্য হিসেবে টাকা উত্তোলণ করা যাবে না। ৫) বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করলে বা ক্যালিফোর্নিয়া আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট গ্রহিতা হলে। স্টিমুলাস চেকের অর্থ পেতে হলে অবশ্যই ২০২১ সালের অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ২০২০ সালের ট্যাক্স ফাইল দাখিল করতে হবে। ক্যালিফোর্নিয়া ফ্রেঞ্চাইস ট্যাক্স বোর্ড ওয়েবসাইট জানিয়েছে, স্টিমুলাস চেকের অর্থ যতো দ্রুত সম্ভব প্রদান করা হবে৷ ট্যাক্স দাখিলের ৪৫ দিনের মধ্যে এই অর্থ প্রদান করা হবে যদি কেউ যোগ্যতাসম্পন্ন বলে বিবেচিত হয়। এলএবাংলাটাইমস/ওএম