লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় শুরু

অরেঞ্জ কাউন্টিতে জনসন এন্ড জনসনের টিকাদান পুনরায় চালু করা হচ্ছে। এর আগে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা দেখা দেওয়ায় এই প্রতিষ্ঠানের টিকা প্রয়োগ স্থগিত ছিলো। কাউন্টির প্রধান মেডিকেল অফিসার ড. ক্ল্যাটন চাও বলেন, আমি বিশ্বাস করি জনসন এন্ড জনসনের তৈরি এক ডোজ টিকা নিরাপদ ও করোনার বিরুদ্ধে কার্যকরী। রবিবার (২ মে) থেকে টিকাদান কেন্দ্রগুলোতে জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় চালু করা হচ্ছে অরেঞ্জ কাউন্টিতে। ড. ক্ল্যাটন চাও অরেঞ্জ কাউন্টির বাসিন্দাদের টিকা নিতে আহবান জানিয়ে বলেন, 'এই টিকাটি নিরাপদ ও রক্ত জমাট বাঁধার মতো ঘটনা খুবই বিরল'। রবিবার অরেঞ্জ কাউন্টিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন বাসিন্দা৷ মারা গেছেন আরো আট জন। রবিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১০৬ জন বাসিন্দা। আর জরুরি বিভাগে ভর্তি রয়েছে ২৭ জন বাসিন্দা৷ অরেঞ্জ কাউন্টি হেলথ এজেন্সি সূত্রমতে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ২ লাখ ৫৩ হাজার ৯১৪ জন বাসিন্দা আক্রান্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৬৫ জন বাসিন্দা৷ এর আগে, জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জে এন্ড জে'র টিকা সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখে। জনসন এন্ড জনসনের তৈরি টিকা গ্রহণের পর ছয়জন টিকাগ্রহীতার দেহে রক্ত জমাটের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির ফেডারেল স্বাস্থ্য সংস্থা ১৩ এপ্রিল জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ স্থগিত করার ঘোষণা দেয়। এই ছয়জনের সবাই ১৮ থেকে ৪৮ বছর বয়সী নারী। টিকা নেওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে তাঁদের শরীরে সমস্যা দেখা দেয়। এর মধ্যে এক নারীর মৃত্যু হয় এবং একজনকে সংকটাপন্ন অবস্থায় নেব্রাস্কার হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। এলএবাংলাটাইমস/ওএম