লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রের 'ভারত রাষ্ট্রদূত' হতে পারেন এরিক গারসেটি

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত হতে পারেন কিংবা অন্য কোনো দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেতে পারেন। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে এরিক গারসেটির বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে ভাবছেন বলে জানিয়ে দুইটি সূত্র। মেয়র এরিক গারসেটি (৫০) ২০১৩ সাল থেকে লস এঞ্জেলেসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দ্বিতীয় মেয়াদ ২০২২ সালে শেষ হবে। এর আগে লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোন তিনি। এর আগে গুঞ্জুন উঠেছিলো জো বাইডেন মেয়র এরিক গারসেটিকে মন্ত্রীসভার সদস্য করবেন। জো বাইডেন প্রশাসনের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি হতে পারেন- এমন গুঞ্জন বেশ সরব ছিলো। তবে শেষ পর্যন্ত পিট বুটিগিয়েগ এই দায়িত্ব পান। যদি সত্যিই ভারত দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে এরিক গারসেটি মনোনয়ন পান, তবে সেটি সিনেট মনোনীত করতে হবে। তবে যদি রাষ্ট্রদূত নাও হোন, তবে অন্য কোনো দূতাবাসের গুরুত্বপূর্ণ পদ পাবেন গারসেটি। এলএবাংলাটাইমস/ওএম