লস এঞ্জেলেস

সাত ভাষায় ক্যালিফোর্নিয়া ডিএমভির ড্রাইভিং টেস্ট রিটেন

দ্য ক্যালিফোর্নিয়া ড্রাইভিং মোটর ভেহিক্যাল ২৫টি ভাষায় ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার নিয়ম বন্ধ করেছে৷ বর্তমানে সাতটি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। গত মাসের ২৭ এপ্রিল এই ধরণের নির্দেশনা প্রকাশ করেছে ডিএমভি। নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে শুধুমাত্র ইংরেজি, স্প্যানিশ, আর্মেনিয়ান, চাইনিজ, হিন্দি, পাঞ্জাবি ও ভিয়েতনামিজ ভাষায় ড্রাইভিং লাইসেন্সের টেস্টের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৯৭৩ সালে প্রণিত আইন অনুসারে শুধুমাত্র এই সাতটি ভাষায় পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে৷ তবে সর্বনিম্ন ৫ শতাংশ ভাষাভাষী বাসিন্দা রয়েছে এমন অঞ্চলের জন্য অনুবাদ করে দেওয়া হতে পারে৷ স্টেটস সেনসান অ্যাডভাইজরি কমিটির ২০১৯ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সবচেয়ে প্রচলিত ভাষাগুলো হলো ইংরেজি, স্প্যানিশ, চাইনিজ, ভিয়েতনামিজ, টাগালোগ, কোরিয়ান, আর্মেনিয়ান, ফার্সি, আরবি, রাশিয়া, জাপানিজ, পাঞ্জাবি ইত্যাদি। ডিএমভি জানিয়েছে, এই পরিবর্তনের কারণ হলো ইন্ড্রাস্ট্রি লেভেলের টেস্টের জন্য রিভাইজড পদ্ধতি। গেভিন নিউসাম গভর্নর হওয়ার পর থেকে ডিএমভি আরো আধুনিক করে গড়ে তুলতে কাজ শুরু করেন। এলএবাংলাটাইমস/ওএম