লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া টিকা নেয়ার সুযোগ

লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দারা এখন থেকে অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই করোনার টিকা গ্রহণ করতে টিকাকেন্দ্রে যেতে পারবেন। মেয়র এরিক গারসেটি রবিবার (৯ মে) বিবৃতিতে জানান, টিকাদান কর্মসূচির ব্যপ্তি ঘটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাসিন্দারা চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও টিকাকেন্দ্রে আসতে পারবেন। ওয়েবসাইট-  https://corona-virus.la/VaxSites ডজার স্টেডিয়ামের টিকাকেন্দ্রসহ অন্যান্য সিটি নিয়ন্ত্রিত টিকাকেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন বাসিন্দারা। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই টিকাকেন্দ্রগুলো চালু থাকবে। মে মাসের শেষদিকে ডজার স্টেডিয়াম টিকাকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ বাসিন্দাদের দুয়ারে টিকা পৌঁছে দিবে। এখন পর্যন্ত অনেক বাসিন্দাই টিকা নেননি কিংবা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেননি। সিটি কর্তৃপক্ষ আরো জানায়, টিকাদান কর্মসূচি বাড়াতে দুইটি নৈশ ক্লিনিক স্থাপন করা হয়েছে৷ আর পিয়ার্স কলেজ এবং এলএ সাউথওয়েস্ট কলেজ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত খোলা রাখা হবে। লস এঞ্জেলেসের ড্রাইভ-থ্রু টিকাকেন্দ্রগুলো হলো- Crenshaw Christian Center at 1261 W. 79th St., Los Angeles, CA 90044  Hansen Dam at 11798 Foothill Blvd., Lake View Terrace, CA 91342 Dodger Stadium at Golden State Gate (via Academy Rd.), Los Angeles, CA 90012 এছাড়া অন্যান্য ওয়াক-আপ টিকাকেন্দ্রগুলো হল- Cal State L.A. at 5151 State University Dr., Los Angeles, CA 90032. (Also has a drive-thru option USC at 3701 Flower St., Los Angeles, CA 9000 Lincoln Park at 3501 Valley Blvd., Los Angeles, CA 9003 Pierce College at 20498 Victory Blvd., Woodland Hills, CA 9130 San Fernando Park at 208 Park Ave., San Fernando, 91340 Los Angeles Southwest College at 1600 W. Imperial Hwy., Los Angeles, CA 90047 Century City at 2000 Avenue of the Stars, Los Angeles এলএবাংলাটাইমস/ওএম