লস এঞ্জেলেস

হলিউডে মাদার্স ডে'র পার্টিতে গুলিবর্ষণ: ১ জনের মৃত্যু, আহত ৩

লস এঞ্জেলেসের হলিউডে মাদার্স ডে'র এক পার্টিতে বন্দুক হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো তিনজন। রবিবার (৯ মে) রাত ১০টা ১৫ মিনিটে বন্দুক হামলার ঘটনা ঘটে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ব্রায়েন হামফেরি জানায়, হলিউডের ৬২০০ ব্লকের অ্যাফটন প্লেসে মাদার্স ডে'র পার্টি চলাকালীন সময়ে দুই ব্যক্তি প্রবেশ করে ও পার্টিতে উপস্থিত মানুষদের উপর গুলিবর্ষণ করে। এই বন্দুক হামলায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হয়। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, মাদার্স ডে উপলক্ষে সানসেট ফ্লাওয়ার স্টুডিওতে ৩০ থেকে ৪০ জন বাসিন্দা একত্রিত হয়। এই সময় তাদের উপর হামলা চালায় দুই ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ২৯, ৩৪, ৩৫ ও ৫০ বছর বয়েসী চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। এর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, এদের প্রায় সবাই এক পরিবারের সদস্য। হামলার পর হামলাকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। পুলিশ জানায়, হামলাকারীরা গুলি চালালে উপস্থিত অতিথিদের একজন পালটা গুলি চালায়। এই সময় হামলাকারীরা পালিয়ে যায়। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের লেফট্যানেন্ট জন রাডকে জানান, পার্টিতে গুলি চালানো একটি জঘন্যতম কাজ। সৌভাগ্যক্রমে সেখানে কোনো শিশু ছিলো না। পুলিশ জানায়, হামলার পর অতিথিরা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং বেশিরভাগ প্রত্যক্ষদর্শী কোনো তথ্য না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে এটি গ্যাং সংক্রান্ত ঘটনা কী না তা নিয়ে তদন্ত চলছে। এলএবাংলাটাইমস/ওএম