লস এঞ্জেলেস

আরো ৬০০ ডলার স্টিমুলাস চেক প্রদানের প্রতিশ্রুতি নিউসামের

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম দ্বিতীয় কিস্তিতে আরো ৬০০ ডলার করে স্টিমুলাস চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে রেন্টাল অ্যাসিস্ট্যান্সের জন্য ৫ বিলিয়ন ডলার বরাদ্দের কথাও জানান তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দা এবং মধ্যম আয়ের পরিবারগুলোকে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সোমবার (১০ মে) এই প্রতিশ্রুতি দেন গভর্নর গেভিন নিউসাম। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে প্রতি ৩ জনে ২ জন ক্যালিফোর্নিয়াবাসী উপকৃত হবে। এই প্রতিশ্রুতির আওতায় লক্ষাধিক ক্যালিফোর্নিয়ার বাসিন্দার জন্য আট বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়। ১০০ বিলিয়ন অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে এই স্টিমুলাস চেক প্রদান করা হবে। একই সাথে বাড়ি ভাড়া পরিশোধের জন্য ৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা জানান নিউসাম। এই অর্থ দিয়ে যারা বাড়ি ভাড়া দিতে পারছেন না, তাদেরকে বাড়ি ভাড়ার অর্থ পরিশোধ করা হবে। আর দুই বিলিয়ন ডলার ক্যাশ দেওয়া হবে যার মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করা হবে৷ নতুন প্রস্তাবনা অনুসারে, যেসব বাসিন্দা প্রথম কিস্তির ৬০০ ডলার স্টিমুলাস চেক পাননি ও বছরে আয় ৭৫ হাজার ডলারের কম, তাদেরকে দ্বিতীয় কিস্তিতে ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে। তবে এখনো এটি আইন হিসেবে পাশ হওয়া বাকি আছে। নিউসাম বলেন, 'এই স্টেট স্টিমুলাস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স ছাড়'। ৬০০ ডলার স্টিমুলাস চেকের পাশাপাশি যেসব পরিবারে শিশু-সন্তান রয়েছে, তাদের আরো ৫০০ ডলার দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে। একই সাথে বৈধ কাগজপত্রহীন অভিবাসী পরিবারগুলোর জন্য ৫০০ ডলার বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম