লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ৩৯ কাউন্টিতে খরা সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ার শুষ্ক আবহাওয়ার কারণে ৩৯টি কাউন্টিতে খরা সতর্কতা জারি করেছেন গভর্নর গেভিন নিউসাম। সোমবার (১০ মে) মার্সেড কাউন্টি পরিদর্শন কালে এটিসহ আরো ৩৮টি কাউন্টিতে খরা সতর্কতা জারি করেন গেভিন নিউসাম। এর তিন সপ্তাহ আগে সনোমা এবং মেনডোকিনো কাউন্টিতেও একই সতর্কত জারি করেন তিনি। উষ্ণ আবহাওয়া ও তুষারগলার ঘাটতির কারণে এই সতর্কতা জারি করতে হয়েছে৷ এর কয়েকদিন আগে সেন্ট্রাল ভ্যালির কয়েকটি কাউন্টিতে স্থানীয়ভাবে পানি সংকটের কারণে সতর্কতা জারি করা হয়েছে।

গভর্নর গেভিন নিউসাম পানির স্থিতিস্থাপকতা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য পাঁচ দশমিক এক বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন। চার বছর ধরে এই প্রকল্প চলবে। ১) সুপেয় পানি ও ব্যবহার্য পানির জন্য এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র এবং অনুন্নত গোষ্ঠী এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ২) পানি পুনঃপ্রক্রিয়া ও মাটির নিচের পানি শোধনের জন্য ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হবে। ৩) পানি সরবরাহে নিরাপত্তা ও পানির মান নিয়ন্ত্রনে সাসটেইনেবল গ্রাউন্ডওয়াটার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানির নিরাপত্তা নিশ্চিত ও বিভিন্ন প্রকল্পে বড় অংকের বরাদ্দ রাখা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম