লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়াতে অনুমোদন শিশু-কিশোরদের করোনা টিকা

ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদনের পর এবার ক্যালিফোর্নিয়ার রাজ্যের শিশু-কিশোরদের জন্যও অনুমোদন পেতে যাচ্ছে ফাইজারের টিকা। মঙ্গলবার (১১ মে) রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ২ দশমিক ১ মিলিয়ন শিশুর জন্য ফাইজারের টিকার অনুমোদনের প্রক্রিয়া চলছে। এর একদিন আগে ফেডারেল কর্তৃপক্ষ ফাইজারের টিকা অনুমোদনের কথা জানায়। এর একদিন পর ক্যালিফোর্নিয়া রাজ্য অনুমোদনের বিষয়টি নিয়ে জানালো। ক্যালিফোর্নিয়া, অরেগন, নেভাদা এবং ওয়াশিংটন রাজ্য ইউএস ড্রাগ এন্ড ফুড এডমিনেস্ট্রেশনের অনুমোদন স্বতন্ত্রভাবে পর্যবেক্ষন করে থাকে। মঙ্গলবার থেকে দেশজুড়ে করোনার টিকা শিশুদের জন্য বিতরণ শুরু হচ্ছে। দুই ডোজ ফাইজারের টিকা শিশুদের প্রয়োগ করা হবে। ড. উডকক বলেন, 'অভিভাবক ও পিতা-মাতারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা টিকা অনুমোদনের আগে সকল তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে নিয়েছি।
এটি নিরাপদ'। সোমবার (৯ মে) ফাইজারের টিকাটি শিশু-কিশোর বয়েসীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ১৬ বছর বয়েসীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে৷ ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, করোনার বিরুদ্ধে ফাইজারের টিকা শতভাগ কার্যকরী। একই সাথে এর কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এলএবাংলাটাইমস/ওএম