লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৫ হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন

অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৫ হাজার কর্মী নিয়োগ দেবে। করোনা মহামারির প্রভাবে মানুষের ঘরে থাকার প্রবণতা বাড়ায় এই অনলাইন রিটেইল প্রতিষ্ঠানটির চাহিদা বেড়ে গেছে। ট্রান্সপোর্ট ও ওয়্যারহাউজের স্থায়ী কর্মী হিসেবে এই নিয়োগ দেওয়া হবে। এছাড়া নতুন কর্মী হিসেবে যারা নিয়োগ পাবে, তাদের মধ্যে যদি কেউ করোনার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করে থাকে তবে তাকে ১০০ ডলার বোনাস দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানায় অ্যামাজন। নতুন কর্মী হিসেবে যারা নিয়োগ পাবে, তাদের ঘণ্টা প্রতি ১৭ ডলার করে প্রদান করা হবে৷ কিছু কিছু স্থানে কর্মী নিয়োগে ১ হাজার ডলার করে বোনাসও পাওয়া যেতে পারে। পৃথিবীজুড়ে অ্যামাজনের ১০ লাখের মতো কর্মী রয়েছে। করোনা চলাকালীন প্রতিষ্ঠানটিতে নতুন অনেক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে গত বছর ১০ হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে এই অনলাইন রিটেইল প্রতিষ্ঠানটি। এলএবাংলাটাইমস/ওএম