লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কিশোর বয়েসীদের টিকা দেওয়া শুরু হচ্ছে

লস এঞ্জেলেস কাউন্টিতে ১২ বছর ও এর বেশি বয়েসী কিশোর-কিশোরীদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৩ মে) থেকে শিশু-কিশোরদের ফাইজারের টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হবে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানান কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা। ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পাওয়ার পরে ১২ থেকে ১৫ বছর বয়েসী কিশোরদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এফডিএর কমিশনার ড. যেনেট উডকক বলেন, 'মহামারি নির্মূল করতে এবং যুক্তরাষ্ট্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকরি হবে পদক্ষেপটি'। এখন পর্যন্ত ২৬০ মিলিয়ন ডোজ টিকা যুক্তরাষ্ট্রজুড়ে বিতরণ করা হয়েছে৷ তবে ইদানীং টিকা গ্রহণের হার কমছে। ড. উডকক বলেন, 'অভিভাবক ও পিতা-মাতারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা টিকা অনুমোদনের আগে সকল তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে নিয়েছি।
এটি নিরাপদ'। সোমবার (৯ মে) ফাইজারের টিকাটি শিশু-কিশোর বয়েসীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ১৬ বছর বয়েসীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে৷ ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, করোনার বিরুদ্ধে ফাইজারের টিকা শতভাগ কার্যকরী। একই সাথে এর কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এলএবাংলাটাইমস/ওএম