লস এঞ্জেলেস

ক্ষুদ্র ব্যবসার জন্য ২৫ হাজার ডলার গ্রান্ট প্রস্তাবনা নিউসামের

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের গ্রান্ট প্রস্তাবনা ঘোষণা করেছেন গভর্নর গেভিন নিউসাম। এই গ্রান্ট প্রস্তাবনার আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বোচ্চ ২৫ হাজার ডলার গ্রান্ট দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (১৩ মে) এই গেভিন নিউসাম এই প্রস্তাবনা ঘোষণা দিয়েছেন। এক ভার্চুয়াল বিবৃতিতে নিউসাম বলেন, 'গত বছর মহামারিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশ ক্ষতি হয়েছে ও তাদের বেশ ভুগিয়েছে। এসব ছোট ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে সাহায্যের প্রয়োজন'। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি এই গ্রান্ট প্রস্তাবনা আইন হিসেবে পাশ হয়, তাহলে ১ লাখ ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী গ্রান্ট সুবিধা ভোগ করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পূর্ববর্তী গ্রান্ট প্রোগ্রামের জন্য ৩ লাখ ৫০ হাজার জন আবেদন করেছে। অন্তত ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার সাহায্য করতে হবে এই আবেদনের প্রেক্ষিতে। এলএবাংলাটাইমস/ওএম