লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে দাবানল: অন্যত্র সরে যেতে বাসিন্দাদের নির্দেশ

লস এঞ্জেলেস কাউন্টির টোপাঙ্গা ক্যানইয়নে বাড়ছে দাবানলের আগুন। ফলে আশেপাশের বাসিন্দাদের বাধ্যতামূলক সরে যেতে নির্দেশমালা জারি করেছে কর্তৃপক্ষ। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট শনিবার (১৫ মে) এই নির্দেশনা জারি করেছে।  লস এঞ্জেলেস ডাউনটাউনের ২০ মাইল পশ্চিমে সান্তা মনিকা মাউন্টেনসের টোপাঙ্গা স্টেট পার্ক এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত ৭৫০ একর জমি আগুনে পুড়ে গেছে৷ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখনো এক শতাংশ নিয়ন্ত্রণেও আসেনি। টুইট বিবৃতিতে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ট্যাক্টিক্যাল জোন চার ও ট্যাক্টিকাল জোন ৬ ছেড়ে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জোন চারের কমিউনিটি হাউজ এবং ভিউ রিজের সবাইকে অন্যত্র সরে যেতে বলেছেন। একই সাথে ছয়ের সবাইকে অন্যত্র সরে যেতে হবে বলে নির্দেশ জারি করা হয়। তবে এখন পর্যন্ত এই দাবানলে কতোগুলো বাড়িঘর হুমকির মুখে পড়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলএবাংলাটাইমস/ওএম