লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে দাবানলের আগুন দ্বিগুণ হলো

লস এঞ্জেলেস কাউন্টির টোপাঙ্গা ক্যানইয়নের আগুন আরো বেড়েছে৷ এখন পর্যন্ত প্যাসিফিক পেলিসাইডসের কাছে দাবানলে ১ হাজার ৩২৫ একর জমি পুড়ে গেছে। রবিবারেও (১৬ মে) অত্র অঞ্চলের আশেপাশের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ বহাল রয়েছে। কর্তৃপক্ষ এই দাবানলের ঘটনা তদন্ত করে দেখছে। ঘটনাটিকে সন্দেহজনক বলেও সাব্যস্ত করা হচ্ছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকাল পর্যন্ত আগুন এখনো এক শতাংশ নিয়ন্ত্রণেও আসেনি। বরং শনিবার থেকে রবিবার ক্ষয়ক্ষতির পরিমাণ আরো দ্বিগুণ হয়েছে। শনিবার ৭৫০ একর জমি পুড়ে যাওয়ার পর রবিবার ১৩২৫ একর জমি পর্যন্ত পুড়ে গেছে৷ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া ঠাণ্ডা ও শীতল থাকায় অগ্নি নির্বাপক কর্মীদের জন্য সেটি সুবিধাজনক হয়েছে৷ তবে যেখানে আগুন লেগেছে সেখানের পরিবেশ শুষ্ক হওয়ায় এবং প্রায় ৫০ বছর ধরে আগুন না লাগায় আগুন নিয়ন্ত্রণে আসছে না। এলএবাংলাটাইমস/ওএম