লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বাড়ানো হচ্ছে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি

লস এঞ্জেলেসের আরো অধিক সংখ্যক বাসিন্দাদের টিকাগ্রহণে উৎসাহিত করতে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি আরো বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি ইতোমধ্যে এই বিষয়ে টিকাদান কার্যক্রমের কিছু ধাপ প্রকাশ করেছেন। মেয়র অফিস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, টিকাদান কার্যক্রমের সময়কাল বাড়ানো হয়েছে। নয়টি টিকাকেন্দ্রে রাত আটটা পর্যন্ত টিকা প্রদান করা হবে৷ রবিবার (১৬ মে) বিবৃতিতে মেয়র এরিক গারসেটি বলেন, 'আমরা দ্রুতই এই মহামারি নির্মূল করতে পারবো। তবে এর জন্য আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে টিকা প্রদান করতে হবে'। 'বাসিন্দারা যেনো টিকা নিতে উৎসাহ পায়, সেজন্য আমরা কাজ করছি। টিকা নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে এবং টিকার ডোজের যোগানও বাড়ানো হয়েছে'- যোগ করেন মেয়র গারসেটি। কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর টিকার ডোজ নিতে আসা বাসিন্দাদের সংখ্যা বাড়ছে। এজন্য রাত ৮টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা রাখা হবে। ডজার স্টেডিয়াম টিকাকেন্দ্র শুধু ৪টা পর্যন্ত খোলা রাখা হবে। লস এঞ্জেলেসে ডিসেম্বর মাসে টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত ১২ লাখ ৯৪ হাজার ২৪৯ জন বাসিন্দা টিকা গ্রহণ করেছেন। এলএবাংলাটাইমস/ওএম