লস এঞ্জেলেস

ফ্রি কনসার্ট নিয়ে ফিরছে হলিউড বাউল

২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে বন্ধ রয়েছে লস এঞ্জেলেসের আইকনিক কনসার্ট ভেন্যু হলিউড বাউল। ১০০ বছর পর গত কয়েক বছরে বেশ কিছু কনসার্ট বাতিল হয়। তবে লস এঞ্জেলেসে করোনার প্রকোপ কমে যাচ্ছে। ফলে আবারো চালু হচ্ছে কনসার্টের জন্য বিখ্যাত এ ভেন্যুটি। জুলাই এর ৪ তারিখের পর আবারো খুলে দেওয়া হচ্ছে হলিউড বাউল। ভেন্যু খোলার পর প্রথম সাপ্তাহিক ছুটিতে ৪ হাজার করোনাযোদ্ধার জন্য ফ্রি কনসার্টের আয়োজন করা হবে৷ শ্রোতাদের ফিরিয়ে আনতে ও দর্শকদের বিনোদিত করতে পারফর্ম করবে এলএ ফিলহার্মোনিক ও শিল্পী বিলি ইইলিশ। হলিউড বাউল খোলার ঘোষণা দেওয়ার পর থেকে উৎসাহ উদ্দীপনায় রয়েছেন দর্শকেরা। আবারো গান শোনার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। এদিকে করোনা মহামারির প্রকোপ কমলেও ভেন্যুতে সামাজিক দূরত্ব মেনে চলা হবে৷ জুলাই মাসে দর্শকদের জন্য পুরোপুরি ভেন্যুটি খুলে দেওয়ার আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য আরো ৫টি ফ্রি কনসার্টের আয়োজন করা হবে বলে জানায় হলিউড বাউল কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম