ক্যালিফোর্নিয়া ক্লিন এয়ার রেগুলেটর উবার এবং লিফটের উপর নতুন এক আদেশপত্র জারি করেছে।
অ্যাপভিত্তিক এই রাইড শেয়ারিং সার্ভিস দুইটিকে বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ইলেক্ট্রিক ভেহিকেল ব্যবহার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২০ মে) এক লিখিত আদেশপত্র এই মর্মে জারি করা হয়েছে। উবার ও লিফট এই আদেশপত্র কার্যকর করার কথা জানালেও অপেক্ষাকৃত দরিদ্র ও নিম্ন আয়ের চালকদের সরকারি সহায়তা বাড়ানোর প্রস্তাব রাখে। ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ড ভোটাভুটির পর জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ ট্রিপ ইলেট্রিক ভেহিকেল দ্বারা সম্পন্ন করতে হবে। এদিকে, উবার ও লিফট আলাদাভাবে নিজেরাও এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এক বছরের মধ্যে উবার ও লিফট তাদের প্রায় সকল যান ইলেক্ট্রিক যাবে রূপান্তর করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে এই পরিবর্তন সরকারি সহায়তা ও চার্জ করার অবকাঠামো পরিবর্তন না আনলে সম্ভব হবেনা বলে জানায় প্রতিষ্ঠান দুইটি। এই ধরণের পরিবর্তন আনতে অন্তত ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার খরচ হবে বলে হিসেব করে দেখা গেছে। এলএবাংলাটাইমস/ওএম
অ্যাপভিত্তিক এই রাইড শেয়ারিং সার্ভিস দুইটিকে বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ইলেক্ট্রিক ভেহিকেল ব্যবহার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২০ মে) এক লিখিত আদেশপত্র এই মর্মে জারি করা হয়েছে। উবার ও লিফট এই আদেশপত্র কার্যকর করার কথা জানালেও অপেক্ষাকৃত দরিদ্র ও নিম্ন আয়ের চালকদের সরকারি সহায়তা বাড়ানোর প্রস্তাব রাখে। ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ড ভোটাভুটির পর জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ ট্রিপ ইলেট্রিক ভেহিকেল দ্বারা সম্পন্ন করতে হবে। এদিকে, উবার ও লিফট আলাদাভাবে নিজেরাও এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এক বছরের মধ্যে উবার ও লিফট তাদের প্রায় সকল যান ইলেক্ট্রিক যাবে রূপান্তর করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে এই পরিবর্তন সরকারি সহায়তা ও চার্জ করার অবকাঠামো পরিবর্তন না আনলে সম্ভব হবেনা বলে জানায় প্রতিষ্ঠান দুইটি। এই ধরণের পরিবর্তন আনতে অন্তত ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার খরচ হবে বলে হিসেব করে দেখা গেছে। এলএবাংলাটাইমস/ওএম