লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের বাজেট বাড়লো

অনেক বিতর্ক থাকা সত্ত্বেও অবশেষে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের বাজেট বাড়লো। মেয়র এরিক গারসেটির বাজেট বাড়ানোর প্রস্তাবনা ১৫-০ ভোটে পাশ হয়েছে। আগের প্রাপ্য বাজেট থেকে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের বাজেট এখন তিন শতাংশ বেড়েছে। এবারের বর্ধিত বাজেট দিয়ে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে জনবল নিয়োগ দেওয়া হবে৷ গত এক বছরে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অন্তত ১০০ সদস্য কমেছে। এই বাজেটের পাশাপাশি গৃহহীনদের জন্য ১ বিলিয়ন ডলার, পার্ক ও বিনোদনকেন্দ্রের উন্নতির জন্য ৭৫ মিলিয়ন ডলার, চাইল্ড কেয়ারের ফান্ডিং, সিনিয়র মিল ও বিজনেস এইডের বাজেটও পাশ হয়েছে। কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ বলেন, 'আমরা কাঠামোবদ্ধ বৈষম্যের বিরুদ্ধে কাজ করছি। সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর এক পরিবেশ নিশ্চিত করতে চাইছি। এই বাজেটের ফলে আমরা এই বিষয়ে আরো এক ধাপ এগিয়ে যাবো'। বাজেট পাশ হওয়ার পর প্রতিক্রিয়ায় মেয়র এরিক গারসেটি বলেন, 'তিনি দ্রুতই বিলটি সই করবেন'। এলএবাংলাটাইমস/ওএম