লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বাড়ি থেকে উদ্ধার ২ মৃতদেহ

লস এঞ্জেলেসের ডায়ামন্ড বারের একটি বাড়ি থেকে দুইটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের হোমিসাইড গোয়েন্দারা তদন্ত করছে। শুক্রবার (২০ মে) সন্ধ্যায় বাড়ি থেকে একজন পুরুষ ও একজন মহিলার লাশ উদ্ধার হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। দ্য শেরিফ ডিপার্টমেন্ট অফিস শনিবার বিবৃতিতে জানায়, কিওয়া ক্রেস্ট ড্রাইভের ১৫০০ ব্লকে রাত ১০ টার পর মৃতদেহ দুইটি উদ্ধার হয়। শেরিফ ডিপার্টমেন্ট অফিস জানায়, একটি হামলার ঘটনার খবর পেয়ে শেরিফের ডেপুটিরা অভিযান চালায়৷ এই সময় দুইজনকে নিখোঁজ হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে একটি বাড়ি থেকে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷ এছাড়া মৃতদের নাম-ঠিকানাও প্রকাশ করা হয়নি। এই বিষয়ে কারো কাছে তথ্য থাকলে শেরিফ অফিস এর হোমিসাইড ব্যুরোর (323) 890-5500 নাম্বারে ফোন দিতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম