লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাসের সাম্প্রতিক ভ্যারিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে দূশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউকে ভ্যারিয়েন্ট।
শনিবার (২২ মে) লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
দ্য কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহ আগে লস এঞ্জেলেস কাউন্টির সবচেয়ে প্রচলিত ভ্যারিয়েন্ট ছিলো স্থানীয় ক্যালিফোর্নিয়ান দুইটি ভ্যারিয়েন্ট। তবে সাম্প্রতিক সপ্তাহে বেশি শনাক্ত হচ্ছে ইউকে ভ্যারিয়েন্ট।
পাবলিল হেলথ ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে, প্রায় ৪০টি নমুনার ৫৩ শতাংশই ইউকে ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া ছয়জনের নমুনায় ব্রাজিল ও সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
যারা এখনো করোনার টিকা গ্রহণ করেননি, তাদের সহ অন্যান্য সকল বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলা অব্যাহত রাখতে হবে বলে কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র পরামর্শ দিয়েছে।
এক বিবৃতিতে ডিপার্টমেন্ট জানায়, 'বর্তমানে যেই ভ্যারিয়েন্টগুলো চারপাশে ঘুরছে, সেগুলো বেশ মারাত্মক'।
লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় শনিবার মারা গেছেন ১৪ জন বাসিন্দা, নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৫ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৩৩০ জন। এর মধ্যে ২৪ শতাংশ রোগী জরুরি বিভাগে ভর্তি আছে।
ক্যালিফোর্নিয়া রাজ্যে গত সপ্তাহে শনাক্তের হার ছিল শূণ্য দশমিক ৯ শতাংশ। এখন পর্যন্ত করোনার টিকা বিতরণ করা হয়েছে ৩৬ মিলিয়ন ডোজ। টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে ১৬ দশমিক ৫ মিলিয়ন বাসিন্দা।
জুন মাসের ১৫ তারিখ থেকে ক্যালিফোর্নিয়া পুনরায় খুলে দেওয়া হবে। এছাড়া তখন থেকে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা উঠে যাবে এবং ব্যবসা প্রতিষ্ঠান পুরোদমে খুলে দেওয়া হবে।
এলএবাংলাটাইমস/ওএম