লস এঞ্জেলেস

ডিজনিল্যান্ডে অন্য রাজ্যের দর্শনার্থীদের প্রবেশ সুযোগ মিলছে

ডিজনিল্যান্ড ও ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার প্ল্যান এবার অন্যান্য রাজ্য থেকে আসা দর্শনার্থীদের গ্রহণ শুরু করছে। আগামী জুন মাসের ১৫ তারিখ থেকে ক্যালিফোর্নিয়া ছাড়াও অন্যান্য রাজ্যের বাসিন্দারা পার্কে প্রবেশের অনুমতি পাবে। এর আগে করোনা বিধি-নিষেধের কারণে সীমিত আকারে এই পার্কগুলো খোলা রাখা হয়েছিলো। তখন শুধুমাত্র ক্যালিফোর্নিয়া রাজ্যের বাসিন্দারাই পার্কে প্রবেশের অনুমতি পাচ্ছিলো। বুধবার (২৬ মে) পার্ক কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। ১৫ জুন থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যে আরো কিছু করোনা বিধি-নিষেধ শিথিল করে দিচ্ছে কর্তৃপক্ষ। ১৫ জুন থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যে সামাজিক দূরত্ব মানতে হবে না। একই সাথে ব্যবসাপ্রতিষ্ঠান পুরোদমে খুলে দেওয়া হবে। এছাড়া পুরোদমে খুলবে  স্টেডিয়াম ও অন্যান্য বিনোদন কেন্দ্র। ইনডোর স্পোর্টস ইভেন্টস বা কনসার্টের ক্ষেত্রে বিধি নিষেধ এখনো কঠোর রাখা হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে যদি কোনো ইনডোর কনসার্ট আয়োজন করা হয়, তবে সর্বোচ্চ ৫ হাজার দর্শক উপস্থিত হতে পারবে। আর তাদের সর্বোচ্চ ৭২ ঘণ্টা পূর্বের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। এছাড়া আউটডোর কোনো ইভেন্টে ১০ হাজার দর্শক একত্র হলে অবশ্যই টিকা গ্রহণের সনদ বা করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। জুন মাসের ১৫ তারিখ থেকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলেসে ভ্রমণ কড়াকড়িও উঠিয়ে দেওয়া হতে পারে। গত এপ্রিলে সক্ষমতার ২৫ শতাংশ খুলে দেওয়া হয় ডিজনিল্যান্ড থিম পার্ক। তখন শুধুমাত্র একত্রে তিন পরিবারের সদস্যরাই পার্কে প্রবেশের অনুমতি দেয়া হয়। এছাড়া ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছাড়া অন্যান্য রাজ্যের বাসিন্দারা পার্কে প্রবেশের অনুমতি পায়নি। ১৫ জুন থেকে অন্যান্য রাজ্যের দর্শনার্থীরাও পার্কে প্রবেশের অনুমতি পাচ্ছে, তবে আগত দর্শনার্থীদের সবাইকে মাস্ক ব্যবহার অব্যাহত রাখতে হবে। ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ জানায়, আগত অতিথিদের টিকার পূর্ণ ডোজ গ্রহণ ও করোনা নেগেটিভ সনদ দেখিয়ে পার্কে প্রবেশ বাধ্যতামূলক না হলেও এই বিষয়ে 'পরামর্শ' দেওয়া রয়েছে। পার্কে প্রবেশ করতে হলে একই তারিখের টিকিট এবং থিম পার্ক রিজার্ভেশন প্রয়োজন হবে। টিকিট বিষয়ে বিস্তারিত জানতে এবং রিজার্ভেশন করতে ভিজিট করুন- https://disneyparks.disney.go.com/blog/2021/05/disneyland-resort-launches-new-way-to-purchase-theme-park-tickets-and-make-park-reservations-at-the-same-time/ এই গ্রীষ্মে পার্ক কমপ্লেক্সে নতুন আরো আকর্ষণ যোগ করা হয়েছে। জুন মাসের ৪ তারিখ থেকে ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চারে অ্যাভেঞ্জার্স ক্যাম্পাস চালু হচ্ছে। দ্য প্যারাডাইস পিয়ার হোটেল খুলবে জুনের ১৫ তারিখ থেকে এবং ডিজনিল্যান্ড হোটেল খুলবে জুলাই মাসের ২ তারিখ থেকে। এলএবাংলাটাইমস/ওএম