লস এঞ্জেলেস

কর্মী নিয়োগ করছে ক্যালিফোর্নিয়ার পর্তো'স বেকারি

পটেটো বলের জন্য বিখ্যাত সাউথল্যান্ডের পর্তো'স বেকারি কর্মী নিয়োগ দিচ্ছেন। যদি কেউ চাকরির পাশাপাশি বিখ্যাত পটেটো বলের স্বাদ নেওয়ারও সুযোগ পান, তবে মন্দ কী? এই আইকনিক বেকারিটি সকল শাখায় সকল পদে নতুন কর্মী নিয়োগ করবে। বুধবার (২৬ মে) পর্তো'স বেকারি বিচ বেলোভার্ডের বুয়েনা পার্ক লোকেশনে জব ফেয়ারের আয়োজন করেছে। বেলা দুইটা পর্যন্ত এই মেলা চলবে। চাকরির সর্বনিম্ন মজুরি ঘণ্টা প্রতি ১৫ ডলার। এছাড়া হেলথ বেনিফিট, বৈতনিক ছুটি, কন্ট্রিবিউশান রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, অ্যামপ্লয়ি ডিসকাউন্টের সুবিধাও রয়েছে। পর্তো'স বেকারির গ্লেনডেল, বুরব্যাংক, ওয়েস্ট কোভিনা, ডাউনিতে শাখা আছে। নর্থরিজে নতুন আরেক শাখা খোলা হচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://nowhiring.com/portos/ এলএবাংলাটাইমস/ওএম