লস এঞ্জেলেস

মেমোরিয়াল ডে'র ছুটি: লস এঞ্জেলেস এয়ারপোর্টে যাত্রী চাপ

মেমোরিয়াল ডে'কে কেন্দ্র করে ভ্রমণ বেড়েছে দেশ জুড়ে৷ আর ভ্রমণের প্রভাব পড়েছে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও। ২০২১ সালে যাত্রী পারাপারের নতুন রেকর্ড হয়েছে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। শুক্রবার (২৮ মে) লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে ৭৮ হাজার যাত্রী পারাপার করেন। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এই তথ্য দিয়েছে। ২০২০ সালের থেকে এই বছরের ছুটির দিনগুলোতে আরো বেশি যাত্রী চাপ হওয়ার কথা আগে থেকেই জানায় কর্তৃপক্ষ। এইজন্য হলিডে উপলক্ষ্যে ভ্রমণে যাওয়া যাত্রীদের অন্তত দুই ঘণ্টা আগে এয়ারপোর্টে আসতে হবে এবং পার্কিং এর পরিকল্পনা করতে হবে বলে জানায় কর্তৃপক্ষ। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন সূত্র জানায়, মে মাসের ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩৭ মিলিয়ন বাসিন্দা ভ্রমণ করবে। এর আগে গত বছর সর্বনিম্ন ভ্রমণের রেকর্ড হয়। গত বছর ২৩ মিলিয়ন মানুষ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে ভ্রমণ করে। এবার ভ্রমণ বাড়বে অন্তত ৬০ শতাংশ বেশি। এলএবাংলাটাইমস/ওএম