লস এঞ্জেলেস

ইরভিনে টার্গেট স্টোরে শিশুকে যৌন হেনস্থা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ার ইরভিনে টার্গেট স্টোরের ভিতর ১১ বছর বয়েসী এক মেয়ে শিশুকে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তকে খুঁজছে পুলিশ। ইরভিন পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, সোমবার (৩১ মে) জাম্বোরে রোডের ১৩২০০ ব্লকের টার্গেট স্টোরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হেনস্থার শিকার শিশুটি পরিবারের সাথে টার্গেট স্টোরে ঘুরছিলো। তখন থেকেই ওই অভিযুক্ত শিশুটিকে অনুসরণ করছিল। এক পর্যায়ে শিশুটি পরিবারের কাছ থেকে আলাদা হয়ে পরলে অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্চিত করে। পুলিশ জানায়, এই সময় শিশুটি চিৎকার করে ও দৌড়ে পরিবারের কাছে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি দ্রুত স্টোর থেকে বের হয়ে গাড়ি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি একটি সবুজ কিয়া সোল গাড়ি দিয়ে পালিয়ে যায়। বিবৃতিতে পুলিশ জানায়, অভিযুক্তের গড়ন হালকা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ উজ্জ্বল। বয়স ৩৫ থেকে ৪৫ এর মধ্যে। ঘটনা ও অভিযুক্ত সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে ডিটেক্টিভ ডেভিড হাডসন 949-724-7168 এর ফোন নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়। অথবা মেইল করুন ghudson@cityofirvine.org এলএবাংলাটাইমস/ওএম