লস এঞ্জেলেস

ভাড়াটিয়াদের হয়রানি বন্ধে লস এঞ্জেলেসে নতুন আইন

ভাড়াটিয়াদের হয়রানি বন্ধে আইন পাশ করার প্রস্তাব উত্থাপন হয়েছে লস এঞ্জেলেস। নতুন এই আইনে, বাড়িওয়ালার দ্বারা যদি কোনো ভাড়াটিয়া যদি নিগ্রহ বা দুর্ব্যবহার এর শিকার হয়, তবে আইনি পদক্ষেপ গ্রহণ করার সুযোগ পাবে ওই ভাড়াটিয়া। বুধবার (৯ জুন) লস এঞ্জেলেস সিটি কাউন্সিল এই তথ্য জানান। এটি বাস্তবায়নে আইনজীবীরা কাজ করবেন। নতুন আইনে কী আছে? ভাড়াটিয়াদের প্রতি হয়রানি বন্ধের আইন আইনকে বলা হচ্ছে 'টেনেন্ট হ্যারেজমেন্ট'। বাড়িওয়ালারা যদি কোনো ভাড়াটিয়াকে অবৈধভাবে জোরপূর্বক কোনো প্রকার হয়রানি করে, তবে এই আইনে পদক্ষেপ গ্রহণ করতে পারবে ভাড়াটিয়ারা। যেমন- ১) ভাড়াটিয়াকে শারীরিক নিগ্রহের হুমকি প্রদান। ২) কোনো সুবিধা থেকে বঞ্চিত করা বা বন্ধ করা। ৩) কোনো স্পর্শকাতর তথ্য জানতে চাওয়া। ৪) স্বাধীন চলাচলে বাঁধা সৃষ্টি করা। ৫) উচ্ছেদের হুমকি প্রদান। ৬) কোনো সার্ভিস ঠিক করে দিতে অসম্মত হওয়া। ৭) অনুমতি ছাড়াই ভাড়াটিয়ার বাড়িতে প্রবেশ করা বা কোনো ছবি তোলা। ৮) আইনসিদ্ধ ভাড়া নিতে অস্বীকৃতি জানানো। আইন না মানলে শাস্তি কী হবে? যদি কোনো বাড়িওয়ালা এসব আইন অমান্য করে, তবে ভাড়াটিয়ারা আইনের আশ্রয় নিতে পারবে। একটি আইন অমান্য করার জন্য বাড়িওয়ালাকে ১০ হাজার ডলার জরিমানা করা হবে৷ ভাড়াটিয়া যদি বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম হয়, তবে আরো ৫ হাজার ডলার যুক্ত হবে৷ এই আইনের রিভাইজড ভার্সন পাশ করতে বুধবার কাউন্সিল মেম্বাররা ভোট প্রদান করেন। পরবর্তীতে চূড়ান্তভাবে আইন পাশের জন্য কাউন্সিলে পাঠানো হবে বিলটি। এলএবাংলাটাইমস/ওএম