লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় মাস্ক ব্যবহারের নীতিমালা কী? জেনে নিন!

করোনা মহামারির কারণে ক্যালিফোর্নিয়া রাজ্যে এক বছরের উপর জারি ছিলো কঠোর বিধিনিষেধ। ১৫ জুন থেকে সামগ্রিক করোনা বিধিনিষেধ শিথিল করছে কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, করোনা বিধিনিষেধ শিথিল হলে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে কী? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যান্ড হিউম্যান সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি। ড. মার্ক ঘ্যালি জানান, যেসব বাসিন্দা করোনার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তারা করোনা পূর্ববর্তী সময়ের মতো মাস্ক ছাড়াই থাকতে পারবেন। মাস্ক ব্যবহার ছাড়াই পানশালায় যেতে পারবে ও বাজার করতে পারবেন টিকাগ্রহণকারীরা। তবে কারো টিকার পূর্ণ ডোজ গ্রহণ না হলে কোনো 'ইনডোর সেটিং' যেমন শপিং মল, পানশালা, মুভি থিয়েটার এবং অন্যান্য ইনডোর ব্যবসাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার করতে হবে। তবে কিছু স্থান আছে যেখানে সকল বাসিন্দার বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে৷ যেকোনো গণপরিবহণ ও প্লেন: বাস বা ট্রেনসহ যে কোনো গণপরিবহণে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। ২০২১ সালের সেপ্টেম্বরের ১৩ তারিখ পর্যন্ত এই আইন জারি থাকবে। টিকাগ্রহণকারীদের জন্যও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। কে-টুয়েলভ স্কুল ও ডে-কেয়ার: কে-টুয়েলভ ও ডে-কেয়ারের ইনডোরে শিক্ষক এবং শিক্ষার্থীসহ সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। তবে খেলার মাঠ বা আউটডোরে কাউকে মাস্ক ব্যবহার করতে হবে না। কারাগার ও হোমলেস শেল্টার: কারাগার এবং গৃহহীনদের থাকার জন্য হোমলেস সেন্টারের সকল বাসিন্দাকে মাস্ক ব্যবহার করতে হবে। একই সাথে শোধানাগারগুলোতেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। ইনডোর কর্মক্ষেত্রে: ইনডোর ওয়ার্কপ্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই আইন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম