ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস বেসিনের পূর্বে ও সান দিয়েগো শহরের উত্তরপূর্বে অবস্থিত স্যান্তা রোজা পর্বতে দাবানলের সূত্রপাত হয়েছে। আর এই দাবানলের আগুনে প্রায় ৪০০ একর জমি পুড়ে গেছে।
এছাড়া তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুইটি বাড়ি পুরোপুরি ধসে গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
দাবানলের তীব্রতা বাড়তে থাকায় পিনইয়ন ক্রেস্ট অঞ্চলের বাসিন্দাদের বাধ্যতামূলক অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি স্টেট রুট সেভেনটি-ফোর আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা কর্মীরা জানান, বিকেল পাঁচটা নাগাদ আগুন সামনের দিকে ছড়িয়ে যাওয়া আটকাতে সক্ষম হোন তারা। তবে আবহাওয়া বৈরি থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।
দমকল কর্মীরা জানান, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ১০ শতাংশ আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে পার্শ্ববর্তী পিনইয়ন পাইনস এবং এলপাইন ভিলেজ অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আগুন নিয়ন্ত্রণে কাজ করায এক দমকল কর্মী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন নেভানোর কাজে ৪০০ জন দমকলকর্মী কাজ করছেন।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানায়, সকাল ১১টা ৫ মিনিটের দিকে প্রথম স্যান্তা রোজা ও সান জেসিন্তো ন্যাশনাল মনুমেন্টের পশ্চিমে অবস্থিত পিনইয়ন ক্যাম্প-গ্রাউণ্ডে আগুন ছড়াচ্ছে বলে খবর পাওয়া যায়।
আগুনটির তীব্রতা মাঝারি হারে বেড়ে উত্তর-পূর্বদিকের স্টেইট রুট ৭৪ এ ছড়িয়ে পড়ে।
বাসিন্দাদের দাবানল আক্রান্ত অঞ্চল এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সাথে দাবানল শুরু হওয়ার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম
এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম