লস এঞ্জেলেস

কাজ না খুঁজলে দেওয়া হবে না কর্মহীন ভাতা: নিউসাম

সক্রিয়ভাবে কোনো কাজ বা চাকরি না খুঁজলে তাকে বেকারভাতা প্রদান করবে না ক্যালিফোর্নিয়া। বৃহস্পতিবার (১৭ জুন) গভর্নর গেভিন নিউসামের অফিস এই ঘোষণা দেয়। এমনিতে রাষ্ট্রের আইন অনুযায়ী, যারা সক্রিয়ভাবে কোনো কাজ খুঁজছে শুধু তারাই বেকারভাতা পাবে। তবে করোনা মহামারিতে অঙ্গরাজ্যগুলো এই আইন পরিবর্তন করে। কারণ তখন অনেক কাজই বন্ধ হয়ে যায়। ২০২০ সালের মার্চে ক্যালিফোর্নিয়া বেকারভাতা পাওয়ার আইন পরিবর্তন করে। তবে আসন্ন জুলাই ১১ তারিখ থেকে ভাতা পেতে হলে সক্রিয়ভাবে কাজ খুঁজতে হবে৷ অ্যাপমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান রিতা সেইঞ্জ বলেন, 'ক্যালিফোর্নিয়া অর্থনীতি চাঙ্গা করতে একটি নিরাপদ এবং পছন্দমতো ক্যারিয়ার গড়ে তুলতে বাসিন্দাদের অনেক সাহায্য করছে'৷ মহামারি শুরু হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়ার ৪০ মিলিয়ন মানুষের মধ্যে ২০ মিলিয়ন বাসিন্দা কর্মহীন ভাতার আবেদন করেন। এখন পর্যন্ত কর্মহীন ভাতা বাবদ ১২৮ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে। সাধারণত কর্মহীন ভাতা বাবদ একজন বাসিন্দা প্রতি সপ্তাহে ৪৫০ ডলার করে ভাতা পেয়ে থাকে। এবার কংগ্রেস বাড়তি ৩০০ ডলার করে যোগ করে দিতে আইন পাশ করেছে। সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত ভাতা প্রদান করা হবে। এলএবাংলাটাইমস/ওএম