লস এঞ্জেলেস

করোনাকালীন সকল ভাড়ার অর্থ পরিশোধ করা হবে: নিউসাম

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের বকেয়া সকল ভাড়া বাড়ির মালিকদের মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। তবে জুনের ৩০ তারিখ পর্যন্ত বাড়ি থেকে কোনো ভাড়াটিয়া উচ্ছেদ করা যাবে না মর্মে যে আইন জারি আছে, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে নেননি কর্তৃপক্ষ। করোনা মহামারিতে নিম্ন আয়ের বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক দেখা দেওয়ায় এই আইন জারি করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এই আইনটি আপাতত বাতিল করার মতোও পরিস্থিতি নেই। একই তারিখে ফেডারেল ইভিকশন প্রোগ্রামের মেয়াদও শেষ হয়ে যাবে। তবে এই প্রসঙ্গে গভর্নর গেভিন নিউসাম ও রাজ্যের অন্যান্য আইনপ্রণেতারা আলোচনা করছেন বলে। ক্যালিফোর্নিয়া রাজ্যের নিম্ন আয়ের বাসিন্দাদের ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ভাড়া পরিশোধ বাকি আছে। রাজ্যের যেই পরিমাণ ফান্ড আছে, সেটি দিয়ে এই ভাড়া সহজেই মিটিয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন রাজ্য আইনপ্রণেতারা। এলএবাংলাটাইমস/ওএম