লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বেড়েছে সহিংসতা ও বন্দুক হামলার ঘটনা

লস এঞ্জেলেস কাউন্টিতে আগের থেকে বেড়ে গেছে সহিংসতা ও বন্দুক হামলার ঘটনা। অপরাধ বেড়ে যাওয়ার পাশাপাশি অপরাধী আটকের সংখ্যাও বেড়েছে। লস এঞ্জেলেস কাউন্টির পুলিশ প্রধান মাইকেল ম্যুরে জানিয়েছেন, গত বছরের এই সময় থেকে চলতি বছরের একই সময়ে খুন বা হোমিসাইড, সহিংস অপরাধ ও বন্দুক হামলার ঘটনা বেড়েছে ৫০ শতাংশ। মাইকেল ম্যুরে জানান, লস এঞ্জেলেস কাউন্টিতে বছরের এই সময়ে ৬৫১ জন বাসিন্দা গুলিতে মারা যায়। গত বছর এই সময়ে মারা গেছিলো ৪৩৪ জন।
এছাড়া প্রতি সপ্তাহে গড়ে ২৭ জন বাসিন্দাকে গুলি করা হত্যা করা হচ্ছে। গত বছরের এই সময়ে সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে গুলিতে মারা গেছে গড়ে ২৫ জন। মাইকেল ম্যুরে আরো জানান, সামগ্রিক সহিংসপূর্ণ অপরাধ বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ৷ তবে যৌন হয়রানি ও ডাকাতির মতো ঘটনা কমেছে বলে তথ্য বিশ্লেষণে দেখা গেছে। ২০২০ সালের এই সময়ে লস এঞ্জেলেসে খুনের সংখ্যা ছিলো ১২৯টি। এই বছর একই সময়ে এখন পর্যন্ত ১৬৪টি খুন হয়েছে৷ পুলিশ প্রধান ম্যুরে বলেন, 'এই বছর খুন ও সহিংস আক্রমণ অনেক বেড়েছে'। সহিংস আক্রমণ বেড়েছে গত বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ৷ এর মধ্যে প্যাসিফিক এরিয়া, সাউথওয়েস্ট এরিয়া এবং হোলেনব্যাক এরিয়াতে এই ধরণের ঘটনা বেড়েছে৷ এসব আক্রমণে অংশ নেওয়া এবং আক্রমণের শিকার হওয়া বাসিন্দাদের অধিকাংশই গৃহহীন। মাইকেল ম্যুরে বলেন, অপরাধ সংক্রান্ত গ্রেফতারের সংখ্যাও আগের থেকে বেড়েছে৷ গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে খুনের দায়ে গ্রেফতারের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ আর অস্ত্রসহ গ্রেফতারের সংখ্যা বেড়েছে ৮৩ শতাংশ। এলএবাংলাটাইমস/ওএম