লস এঞ্জেলেস

লস এঞ্জেলসে আঘাত হানলো ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

লস এঞ্জেলস কাউন্টির এল সেগুন্ডোয় ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৩ জুন) বিকেল ৫টায় মৃদু ভূমিকম্পটি কালবার সিটি, ওয়েস্ট-উড, শারমান ওকস এবং ভেনিসে আঘাত হানে। ভূমিকম্পটি এল সেগুন্ডো থেকে ২ দশমিক ৫ মাইল উত্তরপশ্চিম দিকে ও ইংল্যাউড থেকে ২ দশমিক ৬ মাইল দক্ষিণপশ্চিমে কেন্দ্রীভূত হয়। ভূমিকম্পটি প্রথমে ৩ দশমিক ৪ মাত্রায় আঘাত করলেও পরবর্তীতে আরো দুর্বল হয়ে পরে। এলএএক্স টুইট করে, বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়নি। তবুও সর্তকতা হিসেবে ক্রু এয়ারফিল্ড ও এর আশেপাশের স্থান পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউএসজিএস এর ওয়েবসাইটে দেখা গেছে, বাসিন্দারা কাউন্টির বৃহত্তর পশ্চিমভাগে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানায়। ভূমিকম্পটি রাঞ্চো পালোস ভারডেস থেকে নর্থ হলিউডের পাশাপাশি সান্তা মনিকা থেকে পূর্ব লস এঞ্জেলস পর্যন্ত অনুভূত হয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ